হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে খাঁচা থেকে হরিণ উধাও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

খাঁচায় থাকা একটি হরিণের খোঁজ মিলছে না। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান দুর্গাসাগর দিঘির পাড়ে খাঁচায় থাকা একটি হরিণের খোঁজ মিলছে না। গতকাল সোমবার খাঁচায় থাকা ১৩টি হরিণের মধ্যে একটির উধাও হওয়ার ঘটনাটি ধরা পড়ে।

জানা গেছে, গতকাল সোমবার রাতে দুর্গাসাগরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অলিউল হাওলাদার, জাহিদুর রহমান ও বশির শিকদার ডিউটি শেষ করে দায়িত্ব বুঝিয়ে দেন। হরিণ পরিচর্যাকারী আশিক লক্ষ করেন, একটি হরিণ নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর হোসেনকে জানালে তিনি এসে নিশ্চিত হন, খাঁচা তালাবদ্ধই রয়েছে; কিন্তু একটি হরিণ নিখোঁজ।

ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলেও খাঁচার আশপাশের ক্যামেরাগুলো কাজ না করায় হরিণ নিখোঁজের কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে দুর্গাসাগর দিঘির সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন বরিশাল বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

দর্শনার্থী ও এলাকাবাসী বলছেন, এটি দায়িত্বের চরম অবহেলা। কেউ কেউ হরিণটি চুরি হয়েছে বলেও সন্দেহ করছেন।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবদুল মতিন খান বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হরিণ গায়েব হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, হরিণ উধাও হওয়ার বিষয়টি তিনি জানতে পেরে বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম