হোম > সারা দেশ > বরিশাল

মেয়রপ্রার্থীর বাড়িতে দাওয়াতে যাওয়ার আগেই জিএম কাদেরকে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগামীকাল বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিতে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। এ নিয়ে নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য তাঁকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

আজ বুধবার সন্ধ্যার পর বরিশালের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জিএম কাদেরকে একান্ত সচিবকে এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন জানতে পেরেছে যে বিরোধীদলীয় উপ নেতা জিএম কাদের হেলিকপ্টারযোগে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে লাঙ্গলের মেয়র প্রার্থীর নগরের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। কিন্তু জাপা চেয়ারম্যানের নগরে প্রবেশকালে দলীয় নেতা-কর্মীদের ভিড়ে শোডাউন সৃষ্টি হতে পারে। বিসিসি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আচরণবিধি মেনে চলা প্রয়োজন। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাদেরকে নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অবহিত হওয়ার অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘জাপা চেয়ারম্যানকে তো ইসি চিঠি দিতে পারেন না। আমরা তো নির্বাচনী কার্যক্রম চালাচ্ছি না। আমার বাসায় দোয়া-মিলাদে অংশ নিয়ে খাওয়া-দাওয়া করে হেলিকপ্টারে চলে যাবেন।’

তিনি বলেন, ‘আমি ইসিকে বলেছি যে নৌকার প্রার্থীর বহর এল, তখন তো শোকজ করলেন না।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা