হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় আদিবাসী হত্যা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় আদিবাসী রাখাইন মং সুইচিং হত্যা মামলা প্রত্যাহারে পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার কর্তৃক বাদীকে হুমকি প্রদানের অভিযোগ তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার বাদী চুচিং মং রাখাইনের নালিশি মামলা আমলে নিয়ে এ আদেশ প্রদান করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী চুচিং মং গত ১৭ ফেব্রুয়ারি আদালতে রাখাইন মং সুইচিং (৬৫) হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেন। যা বিজ্ঞ আদালত ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট সংগ্রহ সাপেক্ষে গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রধান সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেন। এরপর কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ারসহ অজ্ঞাত ৫ জন গত মঙ্গলবার তদন্তাধীন উক্ত হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদী ও সাক্ষীদের হুমকি প্রদান করেন। এমনকি পোস্টমর্টেম রিপোর্ট বের হওয়ার আগেই ভিকটিমের পরিবারকে মৃত্যুর কারণ আত্মহত্যা বলে সনদ সরবরাহ করেন মেয়র।    

এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, চুচিং মং’কে আমি চিনিনা। তাঁকে হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়। 

উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর আদিবাসী রাখাইন মং সুইচিংয়ের মরদেহ কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার করে পুলিশ। ভিকটিমের পরিবার থেকে এটিকে বারবার হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হলেও এটিকে অপমৃত্যুর মামলা বরে রেকর্ড করে মহিপুর থানা-পুলিশ। এরপর দীর্ঘদিন মহিপুর থানায় গিয়েও ভিকটিমের ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট সংগ্রহে ব্যর্থ হয় মং সুইচিংয়ের পরিবার। পরে আদালতে মামলা করেন ভিকটিমের ভাই চুচিং মং রাখাইন।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম