হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩ জন, চিকিৎসাধীন ২২৪

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২২৪ জন। ছবি: আজকের পত্রিকা

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৭৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০২ জনে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

সোমবার (২৩ জুন) বরগুনা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৯ জন, বেতাগীতে ২ জন এবং আমতলী ও পাথরঘাটায় একজন করে রয়েছেন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২২৪ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছেন ১৯০ জন, বামনায় ১১ জন, তালতলীতে ৯ জন, পাথরঘাটায় ৭ জন, বেতাগীতে ৪ জন এবং আমতলীতে ৩ জন।

জেলার মোট আক্রান্তদের মধ্যে বরগুনা সদরেই ২ হাজার ২০৩ জন, পাথরঘাটায় ৯৩ জন, বামনায় ৫৫ জন, তালতলীতে ২২ জন, বেতাগীতে ১৬ জন এবং আমতলীতে ১৩ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তত বাড়ছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি জোরালো পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চালানোর আহ্বান জানান।

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু