পটুয়াখালী দশমিনা উপজেলায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় শিক্ষক সমিতির ব্যানারে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে তাঁরা জানান, বড়গোপালদী ইউনিয়নের বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও খণ্ডকালীন শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন আলতাফ হোসেনের ওপর গত ২২ জানুয়ারি দুপুরে সন্ত্রাসীরা হামলা চালায়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক সমিতির দাশমিনা উপজেলা শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নূরে আলম ছিদ্দিকি, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আহম্মেদ ইব্রাহিম অরবিল, এস এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসায় হোসেন, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকারন মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা।