ভোলায় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ মাইশা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ভোলা-ইলিশা সড়কের পরানগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির ভাই জুবায়ের আহত হয়।
শিশু মাইশা ভোলার ইলিশা ইউনিয়নের পূর্ব ইলিশার গুপ্তমুন্সি এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী দ্রুতগামী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মাইশা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় তার ভাই জুবায়ের।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।