হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একই গ্রামের সানু মীর (৪৫) ও জাকির বয়াতির (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছু দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সালিস বৈঠক হলেও সানু মীর ও তাঁর অনুসারীরা সেই রায় মানতে অস্বীকৃতি জানান।

এরই জেরে আজ বিকেলে সানু মীরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে জাকির বয়াতির ওপর হামলা চালান। এ সময় জাকিরের ছেলে ফাহিম বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই ফাহিম মারা যান। গুরুতর আহত জাকির বয়াতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত সানু মীর পলাতক রয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার