হোম > সারা দেশ > পটুয়াখালী

ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না, প্রশ্ন জিহাদের বাবার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই আন্দোলনে নিহত জিহাদের কবর জিয়ারত করেন ইউএনও। ছবি: আজকের পত্রিকা

‘আমার ছেলে কী অপরাধ করেছিল? আমার ছেলেসহ বহু ছাত্রকে ওরা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। আমার ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না? হত্যাকারীদের ফাঁসি দেখলে মরেও শান্তি পাব।’

আজ সোমবার কথাগুলো বলছিলেন ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই নিহত জিহাদের (২৫) বাবা নুরুল আমিন মোল্লা। আজ ঈদুল ফিতরের দিন পটুয়াখালী সদর উপজেলার মোল্লা পট্টি এলাকায় জিহাদের পরিবারের সঙ্গে দেখা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইরতিজা হাসান।

দুই ভাই দুই বোনের মধ্যে জিহাদ ছিলেন সবার ছোট। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে সরকারি কবি নজরুল কলেজে পড়াশোনা করতেন।

জিহাদকে হারানো তাঁর পরিবারের মধ্যে ঈদের দিনেও ছিল শোকের ছায়া। এ দিন ইউএনও ইরতিজা হাসান জিহাদের কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। পরে তিনি জিহাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ইউএনও ইরতিজা বলেন, ‘কোনো অপরাধী অন্যায় করে পার পাবে না। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের হত্যার বিচার হবেই। সরকার খুনিদের বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে।’

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ