হোম > সারা দেশ > বরিশাল

মুলাদি থেকে নিখোঁজ বৃদ্ধাকে নয় মাস পর আগৈলঝাড়ায় উদ্ধার

প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের মুলাদি উপজেলা থেকে নিখোঁজ নুরবানু (৬০) নামের এক বৃদ্ধাকে বরিশালের আগৈলঝাড়া থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের নয় মাস পর গত শনিবার রাত ৯টায় আগৈলঝাড়ার বাকাল বাজারের নওপাড়া স্ট্যান্ড থেকে তাঁকে উদ্ধার করা হয়। 

জানা যায়, নয় মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নুরবানু। নিখোঁজের পর স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজলেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে গত রাতে বরিশালের আগৈলঝাড়া বাকাল বাজারের নওপাড়া স্ট্যান্ডে শিউলী স্টোরে তাঁকে বসে থাকতে দেখেন বাকাল গ্রামের ফজলু তালুকদারের ছেলে আলাউল তালুকদার, শাহিন ব্যাপারীর ছেলে সাঈদ হাসান রাতুল ও রুবেন ব্যাপারীর ছেলে জেমস ব্যাপারী। বাড়ি কোথায়—জানতে চাইলে তিনি জানান, তাঁর বাড়ি মুলাদি উপজেলার তেরচর গ্রামে।

আলাউল তালুকদার বলেন, `ওই বৃদ্ধাকে দেখতে পেয়ে আমরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানাই। পরে আগৈলঝাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সমীরণ হালদার জানান, পুলিশ এই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাঁকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা ও ওষুধ দিয়ে ভর্তি করা হয়েছে। তিনি কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলেও জানান চিকিৎসক।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মিলটন জানান, মুলাদি থেকে নিখোঁজ ওই বৃদ্ধার পরিচয়ে জানা যায়, তাঁর নাম নুরবানু এবং স্বামীর নাম জলিল কবিরাজ। পরে পুলিশ ওই বৃদ্ধার ছেলে সেকেন্দার কবিরাজের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা নিখোঁজ মাকে নিয়ে আগৈলঝাড়ায় চলে যান।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা