হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিমে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের ভাঙচুর

প্রতিনিধি, বরিশাল

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে মনিরুজ্জামান (৪০) নামক এক রোগীর মৃত্যুতে স্বজনরা উত্তেজিত হয়ে আইসিইউতে হামলা করেছে। একটি ভেন্টিলেটর মেশিন ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন ভাঙচুরের চেষ্টা চালায় তাঁরা। আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। এতে ভেন্টিলেটর মেশিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

মৃত মনিরুজ্জামান তালুকদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৃত গোলাম কবির তালুকদারের ছেলে।

নিহতের ভাই হাফিজুর রহমান জানান, শ্বাসকষ্ট থাকায় গত ১০ জুলাই রাতে মনিরুজ্জামানকে বরিশাল শেবাচিমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আগে একদিন তিনি পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বরিশাল মেডিকেলে আনার পর মনিরুজ্জামানের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হলেও এখন পর্যন্ত রিপোর্ট পাননি। মনিরুজ্জামানের করোনার উপসর্গ ও শ্বাসকষ্ট থাকায় দুই দিন আগে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

হাফিজুর রহমান অভিযোগ করেন, আইসিইউ’র ভেন্টিলেটরে প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছিলেন না তাঁর ভাই। এতে তাঁর শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। গতকাল দুপুরের পর তিনবার গরম বাতাস বের হওয়ায় নার্সদের জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি। বিকেল ৩টা ২০ মিনিটে মনিরুজ্জামান মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মনিরুজ্জামানের মৃত্যুর পর তাঁর স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন এবং তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে ভেন্টিলেটর মেশিন ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন ভাঙচুরের চেষ্টা চালান স্বজনরা।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ. এম সাইফুল ইসলাম বলেন, আইসিইউতে এক রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা উত্তেজিত হয়ে একটি ভেন্টিলেটর মেশিনের ওপর আঘাত করলে সেটায় ত্রুটি দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

এব্যপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বলেন, পুলিশ রোগীর চারজন স্বজনকে আটক করা হয়েছিল। তাঁরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। মরদেহ নিয়ে স্বজনরা হাসপাতাল ত্যাগ করেছেন।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা