হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় আলোচিত হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় আলোচিত ঘটনা জব্বার হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম ইব্রাহিম সরদার। আজ রোববার সকাল ৭টায় মুলাদি উপজেলার মুলাদি লঞ্চঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

এসআই মনিরুজ্জামান বলেন, হিজলা উপজেলার কালিকাপুর গ্রামের জব্বার মোল্লাকে হত্যা করে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। আজ ওই মামলার এজাহারভুক্ত আরেক আসামি মৃত আসলাম সরদারের ছেলে ইব্রাহিম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। 

মনিরুজ্জামান আরও বলেন, এই মামলার আরও দুজন আসামিকে এর আগেই গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, গত ৩ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জব্বার মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জব্বার মোল্লার ছেলে বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে হিজলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম