হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় আলোচিত হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় আলোচিত ঘটনা জব্বার হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম ইব্রাহিম সরদার। আজ রোববার সকাল ৭টায় মুলাদি উপজেলার মুলাদি লঞ্চঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

এসআই মনিরুজ্জামান বলেন, হিজলা উপজেলার কালিকাপুর গ্রামের জব্বার মোল্লাকে হত্যা করে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। আজ ওই মামলার এজাহারভুক্ত আরেক আসামি মৃত আসলাম সরদারের ছেলে ইব্রাহিম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। 

মনিরুজ্জামান আরও বলেন, এই মামলার আরও দুজন আসামিকে এর আগেই গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, গত ৩ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জব্বার মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জব্বার মোল্লার ছেলে বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে হিজলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা