হোম > সারা দেশ > বরিশাল

আমতলী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ ৯ মার্চ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার নির্বাচন কমিশনের উপসচিব এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়। 

তফসিল অনুযায়ী–মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, বাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ ৯ মার্চ। 

আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ ভোট গ্রহণ হবে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল পদক্ষেপ নেওয়া হবে।’ 

এদিকে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ শুরু করছেন। এর মধ্যে বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান ছাড়াও আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু ও গাজী সামসুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, বরগুনা জেলা যুবলীগ সহসভাপতি এলমান আহম্মেদ সুহাদ তালুকদার ও উপজেলা বিএনপির সদস্যসচিব তুহিন মৃধা।

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন