হোম > সারা দেশ > ভোলা

ভোলায় বিএনপির ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলার দৌলতখানে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের ওপর হামলার ঘটনায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আজ বুধবার (১১ জুন) দুপুরে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল বাদী হয়ে দৌলতখান থানায় মামলাটি করেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার প্রধান আসামি সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার সোহাগ। দৌলতখান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হেনা রিয়াজ আজকের পত্রিকাকে বলেন, খন্দকার সোহাগ সাবেক কমিটির যুগ্ম সম্পাদক।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন দৌলতখান পৌর বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন কাকন। দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আজম পলিন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন মো. আকবর, মো. ইসরাফিল, মো. মহিউদ্দিন, মো. আব্দুল মান্নান, মো. ইসমাইল ও মো. কুদ্দুস কমান্ডার।

তাঁরা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী বলে জানা গেছে।

দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান বলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের ওপর হামলার ঘটনায় দৌলতখান থানায় তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর