হোম > সারা দেশ > বরিশাল

ভোটের আগে প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তা চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শনিবার বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি হুঁশিয়ারি দিয়েছে, দেশে আর কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে দেওয়া হবে না।

শনিবার বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ‘গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। ভোটকক্ষ পাহারা দিতে এখন থেকেই ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে।’

দিনব্যাপী এ সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে বিভাগের আট শতাধিক দায়িত্বশীল নেতা অংশ নেন।

বক্তব্যে দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, অতীতে নির্বাচনে ষড়যন্ত্র হয়েছে এবং এখনো সে আশঙ্কা আছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া উচিত বলেও মত দেন তাঁরা। নেতারা বলেন, ‘ভোট যেন হয় শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।’

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠির আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলার আমির মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং বরগুনার আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন।

সমাবেশের সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক