হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পুলিশ বক্স ও এপিবিএনের গাড়ি ভাঙচুর, আহত ৪ সদস্য

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের চৌমাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওপর হামলা চালানো হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় সেখানে থাকা এপিবিএন এর একটি পিকআপ ভ্যান এবং সড়কের পাশের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দুপুরে আন্দোলন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধরা। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, তিনি শুনেছেন এপিবিএন এর একটি গাড়ি ও তাদের ট্রাফিক বক্স ভাঙচুর করা হয়েছে। 

চৌমাথার একাধিক ব্যবসায়ী জানান, নথুল্লাবাদে আন্দোলনকারী বৈষম্য বিরোধীরা চৌমাথার দিকে আসছিল। বেলা ২টার পরে চৌমাথা মোড়ে পৌঁছালে তাদের সামনে এপিবিএন এর একটি খাবার বহনকারী পিকআপ পড়ে। ওই পিকআপের ওপর হামলা করে ভাঙচুর এবং মহাসড়কের ওপর উল্টে ফেলে আন্দোলনকারীরা। পিকআপে থাকা এপিবিএন এর চারজন সদস্যকে মারধর করলে পাশের মসজিদে আশ্রয় নেয় তাঁরা। এ সময় সড়কের বিপরীতে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বক্সও ভাঙচুর চালায়। 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এপিবিএন এর পিকআপ যাওয়াকালে আন্দোলনকারীরা হামলা করে গাড়িটি ভাঙচুর ও উল্টে ফেলে। পাশের ট্রাফিক বক্সও ভাঙচুর করা হয়। এ ঘটনায় এপিবিএনের ৪ সদস্য আহত হয়েছেন। 

এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়ক সুজয় শুভ বলেন, চৌমাথায় ট্রাফিক বক্স ও এপিবিএন এর গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে তারা মনে করেন।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা