হোম > সারা দেশ > বরগুনা

মাদকসেবীদের ‘বানর’ বললেন বরিশালের ডিআইজি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের হুংকার বাঘের মতো। যেখানে এত বড় বাঘ-বাঘিনী রয়েছেন, তাঁদের মধ্যে বানর থাকতে পারে কীভাবে? তাঁদের এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি থাকতে পারে না। এখানে যাঁরা আসছেন সবাই ভদ্রলোক, সুধীজন। আর যারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে তারা ‘বানর’। এত বাঘ-বাঘিনী থাকতে বানর এই এলাকায় থাকতে পারে না। বানরকে হুংকার দিয়ে, ওদের অস্তিত্ব বিলীন করতে হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় পাথরঘাটা কে এম পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন পুলিশের বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

জেলা পুলিশ সুপার আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা ইউএনও সুফল চন্দ্র গোলদার প্রমুখ।

জঙ্গিদের পরিচয় তুলে ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, তারা আলাদা আচরণ করে, ‘আলাদাভাবে অঙ্গভঙ্গি করে, একা একা থাকে, বাড়ি থেকে পালিয়ে যায়, হারিয়ে যায়। আপনারা আমাদের জানাবেন আমরা মোকাবিলা করব এগুলো।’ এ ছাড়া গুজবে কান না দিয়ে মূল ঘটনা জানতে আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডিআইজি আক্তারুজ্জামান।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম