হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা থানাসংলগ্ন উপজেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন আবু বকর সিদ্দিক মেছাল, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ ও নান্টু মিয়া।

জানা গেছে, বরগুনার পাথরঘাটায় লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে যুবদলের নেতা-কর্মীরা মিছিল করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ে পথসভা করার সময় অতর্কিত হামলা চালান উপজেলা ছাত্রলীগের লোকজন। এ সময় যুবদলের ১১ জন নেতা-কর্মী আহত হয়েছেন। 

এ বিষয়ে উপজেলা যুবদলের নেতা আবু বকর সিদ্দিক মেছাল বলেন, ‘দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোনো ধরনের উসকানি ছাড়াই আমাদের ওপরে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান।’ 

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন বলেন, সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল। এ সময় আমরা বাধা দিয়েছি। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, ‘শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে সমাবেশ করতে বলা হয়। এ সময় তাঁরা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।’ 

এ নিয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার