হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে অপহরণের শিকার ২ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ২

পটুয়াখালী প্রতিনিধি

অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীতে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন শহরের বড় চৌরাস্তা এলাকার মাহামুদুল হাসান ও টাউন জৈনকাঠীর এলাকার মো. আলী আজিম। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকা থেকে মো. আমিরুল ইসলাম ও মো. কুদ্দুস ঢালীকে অপহরণ করা হয় এবং তাঁদের আত্মীয়-স্বজনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে আসামিদেরকে গ্রেপ্তার কর ও অপহৃতদের উদ্ধার করা হয়।

আনোয়ার জাহিদ আরও জানান, অপহরণের কাজে ব্যবহৃত মালামাল জব্দ করে ডিবি পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদে অপহরণপূর্বক মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ না দিলে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করেন। অপহরণের ঘটনায় ভুক্তভোগীদের আত্মীয় কাজী মো. সুমন বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫