হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে অপহরণের শিকার ২ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ২

পটুয়াখালী প্রতিনিধি

অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীতে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন শহরের বড় চৌরাস্তা এলাকার মাহামুদুল হাসান ও টাউন জৈনকাঠীর এলাকার মো. আলী আজিম। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকা থেকে মো. আমিরুল ইসলাম ও মো. কুদ্দুস ঢালীকে অপহরণ করা হয় এবং তাঁদের আত্মীয়-স্বজনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে আসামিদেরকে গ্রেপ্তার কর ও অপহৃতদের উদ্ধার করা হয়।

আনোয়ার জাহিদ আরও জানান, অপহরণের কাজে ব্যবহৃত মালামাল জব্দ করে ডিবি পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদে অপহরণপূর্বক মুক্তিপণ দাবি এবং মুক্তিপণ না দিলে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করেন। অপহরণের ঘটনায় ভুক্তভোগীদের আত্মীয় কাজী মো. সুমন বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত