হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সওজের অভিযানে সাবেক সেনা কর্মকর্তার মার্কেটসহ ৩০ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের জিরো পয়েন্ট-সংলগ্ন এলাকায় সওজ অভিযান চালায়। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে নির্মিত মার্কেটসহ ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানেরও একটি মার্কেট রয়েছে।

আজ সোমবার দিনভর নগরীর রূপাতলীর ঢাকা-কুয়াকাটা মহাসড়কের জিরো পয়েন্ট-সংলগ্ন এলাকায় এই অভিযান চালায় সওজ। এ সময় বুলডোজার দিয়ে সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ‘জিরো পয়েন্ট থেকে সাগরদীর পুল পর্যন্ত সড়কের দুপাশে অবৈধভাবে পাঁচ শতাধিক দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। আমরা দখল জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছি। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিদে বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকে প্রচার করা হয়েছিল। যারা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।’

এদিকে স্থাপনার কয়েকজন মালিকের অভিযোগ, তাঁদের স্থাপনা থাকা জমির দলিলপত্র রয়েছে। অনেকে আবার মার্কেটে দোকান ভাড়া নিতে টাকা দিয়ে ক্ষতির মুখে পড়েছেন।

অভিযানে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করেছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের মামলায় অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বর্তমানে কারাগারে আছেন। তিনি দীর্ঘদিন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব) দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৭ ডিসেম্বর থেকে তিনি র‍্যাব ছাড়ার আগ পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস