হোম > সারা দেশ > বরিশাল

লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টা পর বরিশালে সুন্দরবন-১৬ লঞ্চ থেকে কীর্তণখোলা নদীতে ঝাঁপ দেওয়া নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আলো মজুমদার (৩৭), তিনি পটুয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) পরিদর্শক অনুপ রায়ের স্ত্রী।

আজ মঙ্গলবার নদীর চরমোনাই ইউনিয়নের পশুরকাঠী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নৌ পুলিশের বরিশাল সদর থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম গালিব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নগরী সংলগ্ন চরমোনাই ইউনিয়নের পশুরকাঠী এলাকায় মঙ্গলবার সকালে অজ্ঞাত এক নারীর মৃতদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে স্বজনরা এসে মৃতদেহটি আলো মজুমদারের বলে শনাক্ত করেন।’

আলোর ভাই মঞ্জু মজুমদার জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন ছিল। বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় ভাড়া বাসায় দুই সন্তান নিয়ে থাকত। সোমবার সকাল ১০টার দিকে মোবাইলে টাকা রিচার্জ করার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তারা এই তথ্য জানিয়ে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন।

সুন্দরবন-১৬ লঞ্চের কেরানি মো. বাবুল জানান, তাদের লঞ্চটি সোমবার বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। রাত ১১টার দিকে অজ্ঞাত এক নারী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন। তিনি ডেকের যাত্রী ছিলেন। লঞ্চ থামিয়ে দুই ঘণ্টা খোঁজাখুঁজি করে ওই নারীর সন্ধান পাওয়া যায়নি। নৌ পুলিশ ও কোস্টগার্ডকে বিষয়টি জানিয়ে লঞ্চ নিয়ে তারা ঢাকা চলে যান।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার