হোম > সারা দেশ > বরিশাল

ঘূর্ণিঝড় অশনীর প্রভাব মোকাবিলায় আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতিসভা হয়নি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

শক্তিশালী ঘূর্ণিঝড় অশনীর প্রভাবে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত সোম ও গতকাল মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আকাশ কালো মেঘে ঢাকার কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের কোনো নির্দেশনা না পাওয়ায় দুর্যোগ মোকাবিলায় উপজেলায় প্রস্তুতিসভা আহ্বান করতে পারেনি উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার থেকে ভারী বর্ষণ শুরু হয়। আজ মঙ্গলবার সকাল থেকে চলছে বৃষ্টিপাত। বৃষ্টির কারণে রাস্তাঘাটে ছোট যানবাহন চলাচল কমে যায়, রাস্তা প্রায় ফাঁকা অবস্থায় দেখা গেছে। আকাশ মেঘে ঢাকা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হয়নি। এদিকে বৃষ্টির কারণে খেতের পাকা ধান কাটতে না পেরে মহাদুশ্চিন্তা আর ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। বৃষ্টির কারণে অধিকাংশ জমিতে পানি জমে গেছে। অনেকের কাটা ধানে অঙ্কুরোদগম হয়ে গেছে।

আবহাওয়ার খবরে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় পায়রাসহ সব বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই) মোশাররফ হোসেন জানান, উপজেলায় ১৬টি সাইক্লোন সেল্টার রয়েছে। দুর্যোগকালীন ওই আশ্রয়ণ কেন্দ্রগুলো ব্যবহার করা হবে। এগুলো প্রস্তুত রাখার ব্যাপারে তাদের সজাগ দৃষ্টি রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা না পাওয়ায় এখন পর্যন্ত ‘উপজেলা দুর্যোগ প্রস্তুতি’ কমিটির সভা করতে পারেননি তাঁরা। 

তবে আজকালের মধ্যে দুর্যোগ প্রস্তুতির সভা আহ্বান করা হবে জানিয়ে আরও বলেন, ‘আমরা প্রস্তুতিমূলক সভা করে সবাইকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়ে দেব। ঝড়ের বিষয়ে সতর্কতার জন্য সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা