হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় শাম্মী ও পংকজ সমর্থকদের মারামারি, আহত ২ 

হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের ঈগল ও ড. শাম্মী আহমেদের নৌকা মার্কার কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নেতা-কর্মীরা উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করে।  
 
জানা যায়, গতকাল শনিবার রাত ১০টার সময় উপজেলা সদর টেকের বাজারের পশ্চিম মাথায় স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের ঈগল মার্কার নির্বাচনী অফিসের এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী শাহাবুদ্দিন জানায়, ঈগল মার্কার অফিসসংলগ্ন চায়ের দোকানে আলমগীর নামে এক ব্যক্তি ঈগল মার্কার প্রার্থী পংকজ নাথকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন। তখন ঈগলের সমর্থক অহিদ সরদার প্রতিবাদ করে। এ নিয়ে মারামারি শুরু হলে অহিদ ঈগলের নির্বাচনী অফিসে যায়। তখন ৮-১০ জন অফিসে প্রবেশ করে অহিদকে মারধর ও অফিস ভাঙচুর করেন। 

স্থানীয় ইউপি সদস্য ঝন্টু ব্যাপারীর ড. শাম্মী আহমেদের অনুসারী আলমগীরের সঙ্গে ঝন্টু ব্যাপারীর লোকজন একত্রিত হয়ে এ হামলা করে বলে জানা গেছে। 

এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর বলেন, মারামারি ও নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম