হোম > সারা দেশ > বরগুনা

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন বরগুনার তালতলীর বেশির ভাগ এলাকা 

তালতলী (বরগুনা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনার তালতলীর সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে দুই দিন ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে আছে উপজেলার বেশির ভাগ এলাকা। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করতে কাজ শুরু করছে বিদ্যুৎ বিভাগ। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বাতাসে গতকাল সোমবার উপজেলার আমতলী ও তালতলী সড়কে চাম্বলগাছ উপড়ে খুঁটি ভেঙে গেছে। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমতলী ও তালতলীগামী যান চলাচল। এ ছাড়া উপজেলার পাজরাভাঙ্গা ও বেহলা এলাকায় দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। তাই ওই এলাকাগুলোতে বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছে। তবে ভেঙে যাওয়া গাছ ও খুঁটি অপসারণের কাজ চলছে। গত দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ। 

পটুয়াখালী পল্লী বিদ্যুতের তালতলী উপকেন্দ্রের ইনচার্জ রুহুল মোর্শেদ বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় সিত্রাংয়ের তাণ্ডবে গাছপালা ভেঙে বিদ্যুতের তারে পড়েছে। বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। এ জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে আমরা অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করে নতুনভাবে সরবরাহ করা হবে।’ 

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, সিত্রাংয়ের তাণ্ডবে উপজেলার যেসব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে, তার তালিকা সংগ্রহ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে খুব শিগগিরই জানানো হবে। এ ছাড়া যেসব স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, ওই গাছ অপসারণের কাজ চলছে।  

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা