পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাগরিকা রাহা (৫২) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গত সোমবার (২৮ জুন) অফিশিয়াল কাজ শেষে পটুয়াখালী যাওয়ার পথে গাবুয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সাগরিকা রাহা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাগরিকা রাহার মৃত্যুতে শোক জানিয়েছেন, জানিয়েছেন দুমকি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর-রশীদ হাওলাদার, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।