হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এল মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ৭ ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ বুধবার সকালে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পূর্বে দ্বিতীয় ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।  

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ৭ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ডলফিনটি জেলেদের জালের আঘাতে প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে।  বিষয়টি মৎস্য বিভাগ ও বন বিভাগকে জানানো হয়েছে। একই সঙ্গে পোস্টমর্টেম করে ডলফিনটির মৃত্যুর কারণ বের করার দাবি জানিয়েছেন তাঁরা। 
 
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, গত ২৩ সেপ্টেম্বর তেত্রিশকানি পয়েন্টে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি ডলফিনসহ এ বছর বিভিন্ন প্রজাতির মোট ২২টি মৃত ডলফিন সৈকতে ভেসে এসেছে।  

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, মৃত ডলফিন ভেসে আসার বিষয়ে বন বিভাগ ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। মৃত্যুর সঠিক কারণ বের করে এগুলোকে সংরক্ষণের আশ্বাস দিয়েছেন তাঁরা। 

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ডলফিনটির ময়নাতদন্তের জন্য শরীরের কিছু অংশ রেখে স্থানীয় বিট কর্মকর্তাকে মাটিচাপা দিতে বলা হয়েছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম