হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় ট্রাকচালক হত্যার ‘মূল হোতা’ র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পটুয়াখালীর দশমিনায় ট্রাকচালক আল আমিন হত্যার ঘটনায় ‘মূল হোতা’ মো. শাহিনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে বরিশাল র‍্যাবের মিডিয়া সেল থেকে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয়। শাহিন উপজেলার খলিশাখালী এলাকার বাসিন্দা।

মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চালক আল আমিন (৩৩) গত ১৭ এপ্রিল সন্ধ্যায় রডবোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে বরিশালে যাচ্ছিলেন। পরদিন রাতে চালক আল আমিন ট্রাক নিয়ে পটুয়াখালীর বাউফল থানার কালিশুরি পয়েন্টে পৌঁছানোর কথা জানান ট্রাকের মালিক ও তাঁর মামা মো. সবুজকে। পরে আর মালিক বা স্বজনদের সঙ্গে আল আমিনের যোগাযোগ হয়নি।

গত ২০ এপ্রিল পটুয়াখালীর দশমিনা থানার পাতারচর গ্রামের তেঁতুলিয়া নদী থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। লাশ শনাক্ত করার পর মৃতের মামা মো. সবুজ বাদী হয়ে দশমিনা থানায় হত্যা মামলা করেন।

দশমিনা থানার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করে ওই হত্যাকাণ্ডে মো. শাহিন (২৮) সম্পৃক্ত বলে নিশ্চিত হন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ৯ টন রডসহ ট্রাক জব্দ করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার শাহিনকে পটুয়াখালীর দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে। রডসহ ট্রাক আত্মসাৎ করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা