হোম > সারা দেশ > বরিশাল

ভারতের সঙ্গে ভুল-বোঝাবুঝি অচিরেই দূর হবে: নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মেরিন একাডেমীতে নৌ পরিবহন উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। আমাদের সঙ্গে ভারতের যতটুকু ভুল-বোঝাবুঝি আছে, সেটা অচিরেই দূর হবে। কারণ, এ দেশের মানুষ ভারতবিরোধী নয়।’

আজ সোমবার বরিশাল মেরিন একাডেমিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয়, কে ক্ষমতায় থাকল, না থাকল সেটা বড় কথা নয়।’

ইসকন প্রসঙ্গে তিনি বলেন, ‘যাকে নিয়ে ঘটনার সৃষ্টি, তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কথা ইসকন জানিয়ে দিয়েছে। আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়।’

দুবাইয়ে মেরিন ভিসা বন্ধের প্রশ্নে এই উপদেষ্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যের সরকার তাদের চিন্তা থেকে এটি বন্ধ করেছে। অনেক সময় সিঙ্গাপুরসহ অন্য দেশেও এটা হয়। এ নিয়ে দুবাই সরকারের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই এটির সমাধান হবে।’

এর আগে নৌপরিবহন উপদেষ্টা বরিশাল নগরীতে নদী-খালে তাঁর হারানো শৈশবের স্মৃতিচারাঁ করেন এবং খালগুলো ড্রেনে রূপান্তর করায় ক্ষোভ প্রকাশ করেন। খালের কচুরিপানা পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে তাগিদ দেন তিনি।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা