হোম > সারা দেশ > বরিশাল

মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়িয়ে ঢাকায় নিলেন প্রবাসী ছেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য বরগুনার পাথরঘাটা থেকে ঢাকায় আসতে হবে। কীভাবে আসা যায়, সেই আলাপচারিতায় জানতে পারেন, জীবনে একবার হলেও হেলিকপ্টারে চড়ে আকাশ দেখার ইচ্ছা ছিল মায়ের। জানামাত্রই আর বিকল্প না ভেবে মাকে ঢাকায় নিতে গ্রামেই হেলিকপ্টারের ব্যবস্থা করলেন ইতালিপ্রবাসী ছেলে। 

আজ বুধবার উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ হোগলাপাশা এলাকা থেকে হেলিকপ্টারে চড়ে মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান ইউসুফ আলী আকন। তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নান আকনের ছেলে। 

প্রবাসী ইউসুফ আলী প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইতালি প্রতিনিধি। 

সরেজমিন দেখা যায়, চারদিকে ধানখেত এমন মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। সেটি দেখতে গ্রামের নারী, পুরুষসহ শিশুরা জড়ো হয়েছে। লাল রঙের একটি হেলিকপ্টার সেখানে এসে উপস্থিত হতেই শিশুদের সরব উচ্ছ্বাস। সবার কাছে দোয়া চেয়ে মাকে হেলিকপ্টারে ওঠালেন ইউসুফ আলী। 

প্রবাসী ইউসুফ আলীর মা মোসা. জোবেদা বেগম বলেন, ‘আমি যখন যা চেয়েছি, আমার ছেলে সবকিছুই পূরণ করেছে। সব শেষে আমার হেলিকপ্টারে চড়ে আকাশ দেখার শখটাও আল্লাহর মেহেরবানিতে আমার ছেলে পূরণ করেছে। আমার ছেলের জন্য সবাই কাছে দোয়া করবেন।’ 

ইতালিপ্রবাসী ইউসুফ আলী বলেন, ‘আমি প্রবাসে নিজের ব্যবসা ও পেশা নিয়ে ব্যস্ত থাকি। যখনই সামান্য সুযোগ পাই, মায়ের কাছে চলে আসি। আমার মা শতবর্ষী একজন বৃদ্ধা। তাঁকে ঢাকায় চিকিৎসার জন্য নিতে হবে। ঢাকায় নেওয়ার উপায় নিয়ে আলোচনা প্রসঙ্গে মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে হেলিকপ্টারে চড়িয়ে ঢাকায় নিয়েছি।’

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ