হোম > সারা দেশ > পিরোজপুর

নিখোঁজের ৬ দিন পর ভান্ডারিয়ায় কিশোরের লাশ উদ্ধার

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় এরশাদ সেতুসংলগ্ন পোনা নদী থেকে শাওন হাওলাদার (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার বিকেলে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান। শাওন হাওলাদার বরিশাল কোতোয়ালি থানার ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্কশপ ব্যবসায়ী মো. হারেছ হাওলাদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৫ জানুয়ারি গভীর রাতে কঁচা নদীসংলগ্ন স্থানীয় চিংগুরিয়া গ্রামের ডিগ্রির খালের গোড়ায় একটি ব্রিজের লোহার ভিম চুরির সময় ওই এলাকার লোকজনের সহায়তায় টহল পুলিশ সাত চোরকে আটক করে। আটককৃতদের এক সঙ্গী ওই সময় নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই ভান্ডারিয়া ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা পলাতক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে। সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি বন্ধ করে দেয়। পরে ওই এলাকায় মাইকিং করে এ ঘটনা জানানো হয়। কোথাও তার সন্ধান পেলে থানা-পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। 

নিখোঁজের ছয় দিন পর আজ বিকেলে এরশাদ সেতুসংলগ্ন পোনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা-পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। 

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত নেছারাবাদের নদীতীরের গ্রামগুলো

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ