হোম > সারা দেশ > বরিশাল

মৎস্য কর্মকর্তাকে মারধরের মামলায় জেল হাজতে আসামি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা মৎস্য কর্মকর্তাকে মারধরে মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এ মামলার গ্রেপ্তারকৃত আসামি রিপন খান নগরবাড়ি গ্রামের মৃত মালেক খানের ছেলে। এর আগে গত ২ জানুয়ারি অবৈধ জাল উদ্ধার করতে গিয়ে মারধরের শিকার হন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। 

জানা গেছে, অবৈধ জাল উদ্ধার করতে গিয়ে ওই কর্মকর্তাকে সরকারি কাজে বাঁধা ও মারধরের মামলার আসামিকে আজ সকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক শারমিন সুলতানা সুমি তাঁর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

অ্যাডভোকেট মো. আবদুল খালেক মনা জানান, আহত উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কম্বিং অপারেশনের অংশ হিসেবে উপজেলার কান্দিরপাড় খালে অবৈধ চট জাল উদ্ধার করতে যান। সেখানে অভিযুক্ত রিপন খান হামলা চালান। এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বাদী হয়ে রিপন খানকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। 

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ