হোম > সারা দেশ > পিরোজপুর

ভান্ডারিয়ায় বিদ্যুৎ স্বাভাবিক হতে সময় লাগবে ২ দিন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে ও ভেঙে পড়ে অর্ধশতাধিক আধা পাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার পুরোনো স্টিমার ঘাট, উত্তর পৈকখালী, কলেজ মোড়সহ কয়েকটি এলাকায় ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে যায়। এতে গতকাল সোমবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

জানা গেছে, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ গাছ অপসারণ করে বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ শুরু করেছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ছোটবড় মাছের ঘের ভেসে গেছে। এ ছাড়া পুরোনো স্টিমারঘাট, কলেজ সড়কসহ কয়েকটি রাস্তায় গাছ উপড়ে পড়ে যানচলাচল বন্ধ রয়েছে। ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছ উপড়ে পড়ে সীমানাপ্রাচীর ধসে পড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পানের বরজ, কলা, আমন ধানসহ বিভিন্ন সবজির খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সবজি ৩৬৫ হেক্টর, পান ১৮০ হেক্টর, কলা ১৯৫ হেক্টর, রোপা আমন ৪৩৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী ধর বলেন, ভান্ডারিয়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। কিছু কিছু এলাকায় বিদ্যুতের সংযোগ চালু করা হয়েছে। তবে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আরও দুই দিন সময় লাগবে। 

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক