বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার সাথীকে পরিকল্পিতভাবে হত্যর অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বরিশালের সচেতন নাগরিকেরা। সাদিয়ার স্বামী ডিবির কনস্টেবল মাইনুল ইসলাম এ হত্যাকাণ্ডে জড়িত বলে মানববন্ধনে দাবি জানানো হয়। সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মেহেদি হাসান রতনের সভাপতিত্বে ও ছাত্র ফ্রন্টের সহসভাপতি হাফিজুর রহমান রাকিবের সঞ্চালনায় বক্তব্য দেন বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, বিএম কলেজ ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুজাক্কের হোসেন প্রমুখ।
মনীষা চক্রবর্তী সাদিয়ার মৃত্যুর সঠিক তদন্ত করে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, ‘কেউ আইনের লোক হলে তাকে এক নজরে দেখা অপরজনকে অন্য নজরে দেখা এমনটা প্রশাসনের কাছে সাধারণ মানুষ কামনা করে না।’
এর আগে, গত সোমবার বরিশাল নগরীর বৈদ্যপাড়ায় একটি ভবনের পাঁচতলা থেকে সাদিয়া আক্তার সাথী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সাদিয়া আক্তার সাথী ও বরিশাল জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলাম এক বছর আগে প্রেম করে বিয়ের পর বরিশালে ভাড়া বাসায় বসবাস করতেন। সাথীর পরিবারের অভিযোগ মাইনুল হত্যা করেছে সাথীকে।