হোম > সারা দেশ > বরিশাল

কলেজশিক্ষার্থী সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার সাথীকে পরিকল্পিতভাবে হত্যর অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বরিশালের সচেতন নাগরিকেরা। সাদিয়ার স্বামী ডিবির কনস্টেবল মাইনুল ইসলাম এ হত্যাকাণ্ডে জড়িত বলে মানববন্ধনে দাবি জানানো হয়। সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে মেহেদি হাসান রতনের সভাপতিত্বে ও ছাত্র ফ্রন্টের সহসভাপতি হাফিজুর রহমান রাকিবের সঞ্চালনায় বক্তব্য দেন বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, বিএম কলেজ ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুজাক্কের হোসেন প্রমুখ। 

মনীষা চক্রবর্তী সাদিয়ার মৃত্যুর সঠিক তদন্ত করে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, ‘কেউ আইনের লোক হলে তাকে এক নজরে দেখা অপরজনকে অন্য নজরে দেখা এমনটা প্রশাসনের কাছে সাধারণ মানুষ কামনা করে না।’ 

এর আগে, গত সোমবার বরিশাল নগরীর বৈদ্যপাড়ায় একটি ভবনের পাঁচতলা থেকে সাদিয়া আক্তার সাথী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সাদিয়া আক্তার সাথী ও বরিশাল জেলা ডিবির কনস্টেবল মাইনুল ইসলাম এক বছর আগে প্রেম করে বিয়ের পর বরিশালে ভাড়া বাসায় বসবাস করতেন। সাথীর পরিবারের অভিযোগ মাইনুল হত্যা করেছে সাথীকে। 

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত