হোম > সারা দেশ > বরিশাল

তিন দিন পর বরিশালে দিঘিতে মিলল লাশের আরও ৫ খণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দিঘি থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরীর কাশিপুরের হাতেম মীরার দিঘিতে আবারও মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দিঘি থেকে একটি খণ্ডিত কবজি উদ্ধার করা হয়।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) একই দিঘি থেকে লাশের পাঁচটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে তিন দিনের ব্যবধানে লাশের ছয়টি খণ্ডিত অংশ উদ্ধার করা হলো। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

লাশের খণ্ডিত অংশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা মো. জিদান জানান, তাঁর মা দিঘির পাড়ে হাঁটতে গিয়ে পলিথিনে মোড়ানো একটি বস্তু পান। তীরে তুলে সেটি খুলতেই কবজির খণ্ডিত অংশ দেখে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আরেক স্থানীয় বাসিন্দা নূপুর বেগম বলেন, ‘এর আগেও লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার একই ঘটনা ঘটায় আমরা আতঙ্কে আছি।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনে নগরীর চার থানা এলাকায় কোনো নিখোঁজের অভিযোগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নগরীর বাইরে থেকে কাউকে হত্যা করে লাশের খণ্ডিত অংশ এখানে ফেলে দেওয়া হয়েছে। হত্যার স্থান শনাক্ত করতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। একাধিক গোয়েন্দা সংস্থা এই রহস্য উদ্ঘাটনের কাজ করছে।’

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার