হোম > সারা দেশ > বরিশাল

তিন দিন পর বরিশালে দিঘিতে মিলল লাশের আরও ৫ খণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দিঘি থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরীর কাশিপুরের হাতেম মীরার দিঘিতে আবারও মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দিঘি থেকে একটি খণ্ডিত কবজি উদ্ধার করা হয়।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) একই দিঘি থেকে লাশের পাঁচটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে তিন দিনের ব্যবধানে লাশের ছয়টি খণ্ডিত অংশ উদ্ধার করা হলো। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

লাশের খণ্ডিত অংশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা মো. জিদান জানান, তাঁর মা দিঘির পাড়ে হাঁটতে গিয়ে পলিথিনে মোড়ানো একটি বস্তু পান। তীরে তুলে সেটি খুলতেই কবজির খণ্ডিত অংশ দেখে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আরেক স্থানীয় বাসিন্দা নূপুর বেগম বলেন, ‘এর আগেও লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার একই ঘটনা ঘটায় আমরা আতঙ্কে আছি।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘গত কয়েক দিনে নগরীর চার থানা এলাকায় কোনো নিখোঁজের অভিযোগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নগরীর বাইরে থেকে কাউকে হত্যা করে লাশের খণ্ডিত অংশ এখানে ফেলে দেওয়া হয়েছে। হত্যার স্থান শনাক্ত করতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। একাধিক গোয়েন্দা সংস্থা এই রহস্য উদ্ঘাটনের কাজ করছে।’

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম