হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতালে নার্সের ওপর হামলা, ৩ পুলিশ প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনায় ৩ টুরিস্ট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে বিষয়টি জানিয়েছেন বরিশাল রিজিওনের টুরিস্ট পুলিশ সুপার রেজাউল করিম। 

প্রত্যাহার হওয়া ৩ পুলিশ সদস্য হচ্ছে- টুরিস্ট পুলিশ বরিশাল জোনের ইন্সপেক্টর বুলবুল আহমেদ, কনস্টেবল জাভেদ ও মো. মেহেদী।  

টুরিস্ট পুলিশ সুপার রেজাউল করিম বলেন, সিসি টিভি ফুটেজ দেখে নার্সের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে টুরিস্ট পুলিশের হেড কোয়ার্টার সংযুক্ত করা হয়েছে ।   

প্রসঙ্গত, বুধবার রাতে টুরিস্ট পুলিশের এক সদস্য আহত হওয়ায় তাকে চিকিৎসার হন্য শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে টুরিস্ট পুলিশের সঙ্গে হাসপাতালের নার্সদের সংঘাত বাধে। ওই ঘটনায় বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয় নার্সরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি শুরু করে নার্সরা। নার্সরা নিজেদের কাজ বন্ধ রেখে হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে এবং এ হামলার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানায় নার্সেস অ্যাসোসিয়েশনের নেতারা। পরে প্রায় দুই ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে