হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে জমি দখল করতে বিধবাকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে জমি দখল করতে এক বিধবাকে নিজ ঘরে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বিধবা খাদিজা বেগম (৫০) ওই গ্রামের মৃত নূর মোহাম্মাদ সরদারের স্ত্রী। এ ঘটনায় ওই নারী স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছেন। 

খাদিজা বেগম জানান, স্বামীর মৃত্যুর পরে তিনি অসহায় জীবনযাপন করছেন। এই সুযোগে একই বাড়ির আলতাফ হাওলাদার ও তাঁর লোকজন তাঁর জমি দখল করে নিয়েছে। আলতাফ হাওলাদার ও তাঁর ছেলে মামুন হাওলাদার তাঁর জমিতে পাকা ভবন নির্মাণ করেছে। তিনি বাড়ির এক কোনে ছোট্ট একটি ঘর তুলে থাকেন। প্রতিপক্ষের লোকজন সেখান থেকেও তাঁকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। এর আগেও তাঁরা কয়েকবার ঘর ভেঙে দেওয়ার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে।

খাদিজা বেগম বলেন, রাতে খাওয়ার পর ঘুমিয়ে ছিলাম। রাত দেড়টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে যায়। আগুন দেখে চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে ঘরের বেড়া ভেঙে আমাকে উদ্ধার করে। আগুনে আমার গালের কিছু অংশ এবং হাত পুড়ে গেছে। প্রতিপক্ষের লোকজন জমি থেকে উচ্ছেদ করতে ব্যর্থ হয়ে ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে আমাকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। 

আলতাফ হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, খাদিজা বেগমের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু ঘরে আগুন লাগার বিষয়ে আমার কিছুই জানা নাই। 

এ ব্যাপারে কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান মন্টু বিশ্বাস বলেন, বিধবা নারীর অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বলা হয়েছে। 

মুলাদী থানার ওসি এস. এম মাকসুদুর রহমান বলেন, বিধবা নারীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ