হোম > সারা দেশ > বরগুনা

উপকূলীয় এলাকায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিল নৌবাহিনী

বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা দেয় নৌবাহিনী। ছবি: আজকের পত্রিকা

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব চিকিৎসকেরা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বরগুনা নৌবাহিনী কন্টিনজেন্টের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে পাথরঘাটা ও আশপাশের এলাকার তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগ সম্পর্কেও রোগীদের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা অনেক রোগী জানান, দেশের সর্বদক্ষিণের উপকূলীয় এলাকায় এমন উদ্যোগ তাঁদের জন্য অত্যন্ত সহায়ক। বিশেষ করে বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকিপূর্ণ অবস্থার প্রেক্ষাপটে এই আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে তাঁরা মনে করেন।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নৌবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক চিকিৎসাসেবাই নয়, বরং দুর্গম অঞ্চলে রাষ্ট্রীয় সহযোগিতা ও মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ ব্যাপারে নৌবাহিনীর পক্ষ থেকে আজকের পত্রিকাকে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবে। চলতি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল ক্যাম্প করে বরগুনার জনগণকে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানানো হয়।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা