হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে আ. লীগের সাদিকের ওপর হামলা, বিএনপির ২৮ নেতা-কর্মীসহ আসামি ৮ শতাধিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ওপর হামলার অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন সেরনিয়াবাত বাদী হয়ে আজ বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, মামলায় ২৮ জন নামধারী ও অজ্ঞাতনামা ৮ শতাধিক জনকে আসামি করা হয়েছে। 

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন জানান, দলের শীর্ষ নেতাদের অধিকাংশকে এ মামলায় নামধারী আসামি করা হয়েছে। অথচ সাদিকের নেতৃত্বে তাঁদের ওপরই হামলা করা হয়েছিল। 

প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে মহানগর বিএনপি গত শুক্রবার বিকেলে নগরের সিঅ্যান্ডবি রোডে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিএডিসি কার্যালয়ে সামনে পৌঁছালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মোটরসাইকেল বহর এসে হামলা চালায়। এ সময় বিএনপি পাল্টা প্রতিরোধ করলে দুপক্ষের মধ্যে প্রায় আধঘণ্টা সংঘর্ষ হয়। একপর্যায়ে সাদিক আবদুল্লাহকে ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি কর্মীরা। হামলায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করা হয়।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ