হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে গণপিটুনিতে শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের চৌমাথায় শিক্ষার্থীদের তল্লাশির নামে টিউবওয়েল মিস্ত্রি রাসিফ আকনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই রাজিব আকন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আজ বৃহস্পতিবার অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি স্বীকার করেছেন।

ওসি মোস্তাফিজ বলেন, ‘রাসিফের পরিবারের দায়ের করা মামলায় বিনা অপরাধে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।’

মামলার বাদী রাজিব আকন বলেন, তাঁর ভাই অপরাধী হলেও তাঁকে পিটিয়ে হত্যার অধিকার কে দিল? শিক্ষার্থীরা দাবি করেছেন, তাঁর কাছে চাকু পেয়েছে। যদি সত্যি পায় তাহলে তাঁকে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিত। আদালত তাঁকে সাজা দিতেন। কিন্তু সকালে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বেলা ১১টায় কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হলো মৃত অবস্থায়। ভাইকে মারধরের পর কোনো চিকিৎসাও করানো হয়নি বলে জানান তিনি।

প্রসঙ্গত, সিলেটের হবিগঞ্জে বাবার সঙ্গে থেকে কাজ করতেন টিউবওয়েল মিস্ত্রি রাসিফ আকন। গত মঙ্গলবার বরগুনার বেতাগী উপজেলায় বাড়িতে আসার সময়ে বরিশাল নগরের চৌমাথায় গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে শিক্ষার্থীরা। রাসিফের ব্যাগে চাকু পাওয়া গেছে দাবি করে বেধড়ক মারধরে তাঁর মৃত্যু হয়।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ