হোম > সারা দেশ > বরিশাল

বানারীপাড়ায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৯ জেলেকে কারাদণ্ড প্রদান

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ নিধনের অপরাধে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন-সনাতন মণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডল (২৮), নীল কান্ত পাড়ের ছেলে হিরো লাল (২৬), রাধব হালদারের ছেলে রমেশ হালদার (২৬), কার্তিক চন্দ্র বাইড়ির ছেলে যতিন বাইড়ি (৪৫), মো. মজিদ ব্যাপারীর ছেলে আব্দুর রহমান (৩৩), রঞ্জন দেউড়ির ছেলে তপন দেউড়ি (৩৪), কৃষ্ণ কান্ত বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস (৩২) ও সতিন বৈরীর ছল মিঠুন বৈরী (৩০)। একজনের পরিচয় পাওয়া যায়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, মা ইলিশ রক্ষায় আজ সকাল থেকে যৌথ অভিযান পরিচালনা করে ওই ৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, মা ইলিশ রক্ষায় অব্যাহত এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে। 
 
উল্লেখ্য, বাংলাদেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলার নদ-নদী এবং সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকার ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশ প্রজনন নিরাপদ করতে গতকাল রোববার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় ইলিশ আহরণ, মজুত, সরবরাহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয়। 

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ