হোম > সারা দেশ > বরিশাল

কোটা পুনর্বহালের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। অবরোধ শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর ববির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ববি শিক্ষার্থী সুজয় শুভ, সিবাত আহমেদ, ভূমিকা সরকার, আনিকা সরকার, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য মেনে নেওয়া হবে না। আমরা আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বাদে সব বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত রায়েরও প্রতিবাদ জানাচ্ছি।’

পটুয়াখালী থেকে আসা বাসযাত্রী মজিবর হাওলাদার বলেন, ‘চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিলাম। অবরোধের কারণে গরমের মধ্যে এক ঘণ্টা সড়কে আটকে ছিলাম।’

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত