হোম > সারা দেশ > বরিশাল

ভোটের মাঠে প্রশাসনিক তৎপরতা থাকতেই পারে: খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক,বরিশাল থেকে  

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে সরকার দলীয় প্রার্থীর হয়ে ভোটের মাঠে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন আলোচনায় থাকা কয়েকজন মেয়র পদ প্রার্থী। এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরকার দলীয় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বরিশাল একটা বিভাগ। এখানের নির্বাচনে প্রশাসনিকভাবে একটু তৎপরতা থাকতেই পারে।’

আজ রোববার নির্বাচনের আগের দিন এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খোকন সেরনিয়াবাত বলেন, ‘আমি মনে করি এই অভিযোগটা সম্পূর্ণ ঠিক না। বরিশাল একটা বিভাগ, এখানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। এখানে প্রশাসনিক কিছু তৎপরতা তো থাকতেই পারে। এইটা স্বাভাবিক। কারও অভিযোগ থাকতেই পারে। এটা দৃশ্যমান নেই। আমার এখানে কোনো এমপি প্রচারণা করেছে এটাও দৃশ্যমান নয়।’  

আগামীকাল আপনার ভাই ও ভাতিজা আপনার পক্ষে থাকবে কী না? এমন প্রশ্নের উত্তর না দিয়ে খোকন সেরনিয়াবাত বলেন, ‘এই প্রশ্নের কোনো উত্তর আমি দেব না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খোকন সেরনিয়াবাত বলেন, ‘জাতীয় নির্বাচনে এই সিটি নির্বাচনের প্রভাব পড়বে না বলে আমি মনে করি।’ 

ভোটে হেরে গেলে ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে খোকন সেরনিয়াবাত বলেন, ‘অবশ্যই আমি মেনে নেব। এটা তো বলার অপেক্ষা রাখে না।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫