হোম > সারা দেশ > পটুয়াখালী

বালুবাহী ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল আয়রন ব্রিজ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি আয়রন ব্রিজ ভেঙে পড়েছে। সোমবার দুপুরে জেলার দুমকি উপজেলার কালুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনের ওই আয়রন ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। ব্রিজটি খালে ভেঙে পড়ার সময় সেতুতে কোনো পথচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে এম ভি মাসুদ নামের একটি বালুবাহী ট্রলার মৌকরণ যাওয়ার পথে আয়রন ব্রীজটিকে ধাক্কা দেয়। এতে সেতুর তিন ভাগের দুই ভাগ ভেঙে খালে পড়ে যায়। এতে খালের দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর লেবুখালী খালের ওপরে ৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের আয়রন ব্রিজটি নির্মাণ করে। বিগত কয়েক বছর ধরে ব্রিজ ঝুঁকিপূর্ণ ছিল। তবুও ঝুঁকি নিয়ে দুই পাড়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করছিল। 

লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বলেন, ‘সেতু ভেঙে পড়ায় শিক্ষার্থীদের বহু দুর ঘুরে বিদ্যালয়ে আসতে হবে। যাতে দ্রুত একটি দৃষ্টিনন্দন সেতুর ব্যবস্থা হয় এই কামনা করি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট।’ 

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, ‘ব্রিজটি ভেঙে পড়ার সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’ 

উপজেলা প্রকৌশলী এম. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক প্রাক্কলন তৈরি করে দ্রুত বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।’ 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা