হোম > সারা দেশ > বরিশাল

দৌলতখানে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানে জ্যোৎস্না (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জ্যোৎস্না ওই ওয়ার্ডের মাকসুদের স্ত্রী। এ ঘটনার পর থেকে জ্যোৎস্নার স্বামী পলাতক রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৬ বছর আগে উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়ি হাওলাদার বাড়ির মৃত রহিজল ব্যাপারীর ছেলে মাকসুদের সঙ্গে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের শাহে আলমের মেয়ে জ্যোৎস্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে মাকসুদ যৌতুকের জন্য জ্যোৎস্নার পরিবারের ওপর চাপ সৃষ্টি করে আসছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। 

নিহতের মা ছকিনা বেগম জানান, ‘যৌতুকের জন্য মাকসুদ জ্যোৎস্নাকে মারধর করত। মেয়ের সুখের জন্য মাঝে মধ্যে কিছু টাকা দিতাম। শনিবার সকালে মাকসুদ ফোন করে তাঁর কাছে টাকা দাবি করে। এ সময় মেয়ের কথা জিজ্ঞাসা করলে মাকসুদ বলে, জ্যোৎস্না কাছে নেই। রবিবার সকালে জানতে পারি মেয়ে আত্মহত্যা করেছে।’ ছকিনা বেগমের দাবি, জ্যোৎস্নাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ