হোম > সারা দেশ > বরগুনা

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল, তিন দিন ধরে ভাসছে ১৭ জেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ১৭ জেলে নিয়ে ‘এফবি মা’ নামে একটি মাছ ধরার ট্রলার ভাসছে। আজ বৃহস্পতিবার বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এফবি মা ট্রলারটি মালিক পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার এলাকার আব্দুস ছালাম দোকানদার। ট্রলারে থাকা জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। 

ট্রলারের মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘গত শনিবার পাথরঘাটা মৎস্যঘাট থেকে গভীর সমুদ্রে মাছ শিকারের যায় জেলেরা। এরপর মঙ্গলবার হঠাৎ ইঞ্জিনের গিয়ার পিনিয়াম ভেঙে বিকল হয়ে পড়ে। এরপর থেকে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে আজ (বৃহস্পতিবার) ট্রলারের মালিক আবুস ছালামকে মোবাইলে এ কথা জানান জেলেরা। এ সময় উদ্ধারের অনুরোধ জানান তারা।’ 

তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগর উত্তাল থাকায় জেলেদের উদ্ধারের উপকূল থেকে ট্রলার পাঠানো যাচ্ছে না। সে জন্য র‍্যাব ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।’ 

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করে উদ্ধারে টিম পাঠিয়েছি।’ 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার