হোম > সারা দেশ > বরগুনা

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল, তিন দিন ধরে ভাসছে ১৭ জেলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ১৭ জেলে নিয়ে ‘এফবি মা’ নামে একটি মাছ ধরার ট্রলার ভাসছে। আজ বৃহস্পতিবার বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এফবি মা ট্রলারটি মালিক পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার এলাকার আব্দুস ছালাম দোকানদার। ট্রলারে থাকা জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। 

ট্রলারের মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘গত শনিবার পাথরঘাটা মৎস্যঘাট থেকে গভীর সমুদ্রে মাছ শিকারের যায় জেলেরা। এরপর মঙ্গলবার হঠাৎ ইঞ্জিনের গিয়ার পিনিয়াম ভেঙে বিকল হয়ে পড়ে। এরপর থেকে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে আজ (বৃহস্পতিবার) ট্রলারের মালিক আবুস ছালামকে মোবাইলে এ কথা জানান জেলেরা। এ সময় উদ্ধারের অনুরোধ জানান তারা।’ 

তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগর উত্তাল থাকায় জেলেদের উদ্ধারের উপকূল থেকে ট্রলার পাঠানো যাচ্ছে না। সে জন্য র‍্যাব ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।’ 

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করে উদ্ধারে টিম পাঠিয়েছি।’ 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম