হোম > সারা দেশ > বরিশাল

ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সারা দেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপী অবরোধে বরিশালের সঙ্গে সব জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে ছাত্র-জনতা হত্যার শিকার হয়েছে, তার বিচার চেয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে জড়ো হতে থাকেন। সেখানে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। 

ছাত্র আন্দোলনে যারা গুলি চালিয়ে হত্যা করেছে, সেসব দোষীর দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান ছাত্ররা। এ সময় বক্তারা ছাত্র-জনতা হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার দাবি করেন। 

এর আগে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এসে সড়ক অবরোধ করে। পরে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে নগরীর চৌমাথা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ