পটুয়াখালীর কলাপাড়ায় আলিপুর ও মহিপুরে নির্মাণ করা হয়েছে দু’টি অত্যাধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। আগামীকাল সোমবার মৎস্য অবতরণ কেন্দ্র দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
এর ফলে ট্রলার মালিক, জেলে, আড়তদার, পাইকারসহ সকলেই একই জায়গায় মাছ ক্রয়-বিক্রয় করতে পারবেন। অবতরণ কেন্দ্র উদ্বোধনকে কেন্দ্র করে মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
আলিপুর ও কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, মহিপুর এবং আলিপুরে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। এক যোগে এ দু’টি অবতরণ কেন্দ্র উদ্বোধন হবে। এর ফলে মহিপুর ও আলিপুরে শিববাড়িয়া নদীর দুই পাড়ে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।