হোম > সারা দেশ > পিরোজপুর

মোবাইল ব্যাংকিং এজেন্টের সঙ্গে প্রতারণা, কনস্টেবল গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

গ্রেপ্তার জাহিদ বকাউল। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পিরোজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ বকাউল (২৫) পিরোজপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত।

উপজেলার জগন্নাথকাঠি বাজারের ব্যবসায়ী মো. হুসাইনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ নভেম্বর থানায় তিনি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য জাহিদ গত ২৯ নভেম্বর ছারছীনা শরিফের মাহফিলে ডিউটি করার জন্য এসে ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দুটি বিকাশ নম্বরে ২১ হাজার ৮০০ টাকা পাঠাতে (সেন্ড মানি) বলেন। ওই নম্বর দুটিতে টাকা পাঠানোর পর দোকানি টাকা চাইলে জাহিদ বলেন, ‘ডিউটি শেষ করে দিতেছি।’ একপর্যায়ে টাকা না দিয়ে চলে গেলে দোকানি বিষয়টি থানায় জানান। পুলিশ তদন্ত সাপেক্ষে তাঁকে গ্রেপ্তার করে।

হুসাইন বলেন, ‘কেবল আমি একা নই। আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন।’ ওই পুলিশ সদস্য একইভাবে একটি দোকান থেকে ২০ হাজার ও আরেকটি দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছেন বলেও জানা গেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর