হোম > সারা দেশ > বরিশাল

বাবা-মায়ের দোয়া নিতে উড়োজাহাজ নিয়ে ছেলে বরিশালে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাবা-মায়ের দোয়া নিতে উড়োজাহাজ নিয়ে চট্টগ্রাম থেকে বরিশাল বিমানবন্দরে উড়োজাহাজ নিয়ে আসেন বাবুগঞ্জের সন্তান ত্বকি তাহমিদ খান। আজ বুধবার বৈমানিক হওয়ার মিশনের পিপিএল চূড়ান্ত পরীক্ষায় প্রশিক্ষণ উড়োজাহাজ নিয়ে আসেন ত্বকি। বিমানবন্দরে নেমে বাবা-মাকে কদমবুচি করে বিমান নিয়ে আবার ঢাকায় ফিরে যান তিনি। 

ত্বকি তাহমিদ খান বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার ও কৃষি সম্প্রসারণের বরিশাল অঞ্চলের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খানের ছোট ছেলে। 

অধ্যক্ষ তাহমিনা আক্তার বলেন, ‘ছোট ছেলে রাজধানীর উত্তরায় বেসরকারি আরিরাং অ্যাভিয়েশন লিমিটেডের ছাত্র। আজ বুধবার বৈমানিক হওয়ায় পিপিএল পরীক্ষার চূড়ান্ত পর্ব ছিল তাঁর। এ জন্য চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রশিক্ষণ উড়োজাহাজ নিয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। সে আমাদের সঙ্গে সালাম বিনিময় করে। পরে বরিশাল বিমানবন্দর থেকে ঢাকা বিমানবন্দরে গিয়ে বিমান কর্তৃপক্ষের কাছে জমা দেয়।’

তিনি আরও জানান, বরিশাল বিমানবন্দরে ১০ মিনিট অবস্থানের কথা জানিয়ে তাঁদের আসতে বলেন ত্বকি। তাঁরা আসার পর বেলা ১১টায় বরিশাল বিমানবন্দরে অবতরণ করেন ত্বকি। প্রশিক্ষণ বিমান থেকে নেমে মা-বাবাকে কদমবুচি করে কিছু সময় কাটিয়ে নিরাপদে ঢাকায় ফিরে যান। 

বিমানবন্দরের একটি সূত্র জানায়, ঘাসফড়িং নামের একটি প্রশিক্ষণ উড়োজাহাজ অবতরণ করে। পরে ঢাকায় ফিরে গেছে। 

প্রত্যক্ষদর্শী প্রভাষক আমিনুর রহমান শামীম জানান, তাহমিদ যখন প্রশিক্ষণ উড়োজাহাজ নিয়ে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছান, তখন বেসরকারি একটি উড়োজাহাজে যাত্রী ওঠানো হচ্ছিল। তাই তাহমিদ তাঁর উড়োজাহাজ নিয়ে বিমানবন্দরের ওপরে বেশ কয়েকটি চক্কর দেন। বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অবতরণ করেন। বাবা-মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে অফিশিয়াল কাজ শেষ করে ২০ মিনিট পর চলে যান।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক আব্দুর রহিম জানান, আরিরাং অ্যাভিয়েশন কোম্পানির একটি প্রশিক্ষণ বিমান নিয়ে তিনি অবতরণ করেছিলেন। পরে গন্তব্যে ফিরে গেছেন। প্রশিক্ষণের জন্যই তিনি অবতরণ করেছিলেন।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা