হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় মহাসড়কে গোবর রাখায় ইউএনওর কাছে অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কে গরুর গোবর রেখে ‘সড়ক দুর্ঘটনার স্পট’ বানানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ কারণে ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাদশা ফকির বাড়ির পাশের গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের টেকনিক্যাল স্কুলের সামনে গোবর রাখা হয়। তাতে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেককে ওই স্থানে দুর্ঘটনার কারণে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বাদশা ফকিরকে একাধিকবার গোবর রাখতে নিষেধ করা হলেও তিনি শুনছেন না।

এ বিষয়ে বাদশা ফকির বলেন, ‘বাড়িতে জায়গা না থাকায় সড়কে গোবর রাখছি। তাতে সমস্যা কী? আমি সরকারি সড়কে রাখছি, তাতে কার কী ক্ষতি?’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, সরেজমিন গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম