হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীর ভাগনকে কুপিয়ে জখমের অভিযোগ 

পটুয়াখালী প্রতিনিধি

নির্বাচনী বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এই ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী সাইদুর রহমান সুমন বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের ভাগনে। 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খানের এক সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এরই জের ধরে আজ সকালে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের ভাগনে বগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান সুমনকে কুপিয়ে জখম করেন আনারস প্রতীকের সমর্থকেরা। 

ভুক্তভোগী সাইদুর রহমান সুমনের স্বজনরা জানায়, সুমনের বাবা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে বাড়ি থেকে বরিশালের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন সুমন। শাপলাখালী পৌঁছালে আনারস প্রতীকের সমর্থকেরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সুমনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘রিকশায় বগা বাজারের দিকে যাচ্ছিলেন সুমন। এ সময় তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান চালাচ্ছে।’

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার